Chattogram Shutki Ghor- The best Shutki provider in Bangladesh
তাজা মাছ সংরক্কনের পদ্দতি হিসাবে প্রাচীন কাল থেকে শুঁটকিয়ে প্রচলন. বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রজাতির শুটকি উৎপন্ন হয়. শুটকি মূলত লবণাক্ত ও মিঠা পানির মাছ থেকে উৎপন্ন হয়. তবে আমরা মূলত শুটকি বলতে সাগরের মাছ থেকে উৎপন্ন শুটকিকে বুঝি. আরে শুটকির প্রধান উৎস হচ্ছে কক্সবাজার ,মহেশখালী-কুতুবদিয়া, চকোরিয়া, সোনাদিয়া দ্বীপ, শাহপরীর দ্বীপ ইত্যাদি অঞ্চলে . সাধারণত প্রাকৃতিক ভাবে রোদে শুকানো হয়. এতে এর স্বাদ ও গুণগত মান অক্ষুন্ন থাকে.তবে কিছু অসাধু ব্যাবসায়ি অতি মুনাফা লাভের আসায় আমাদের সাস্থের কথা না ভেবে তাড়াতাড়ি শুকানো ও দীর্ঘদিন সংরক্কনের জন্য শুঁটকিতে কীটনাশক ও কেমিক্যাল ব্যাবহার করে. যা আমাদের শরীরে দীর্ঘস্তই ক্ষতিকর প্রভাব ফেলে .
মানুষের স্বাস্থ্য ও স্বাদ এর কথা বিবেচনা করে গ্রাহকদের কাছে কীটনাশক ও কেমিক্যাল মুক্ত শুঁটকি পৌঁছনোর লক্ষ্য আমাদের এই ক্ষুদ্র্র প্রয়াসের যাত্রা. এতে আপনাদের সকলের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা কামনা রইল .Chattogram Shutki Ghor- The best Shutki provider in Bangladesh
0 Comments